অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ : 2025-02-05 19:14:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের কালকিনিতে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ সাব্বির হোসেন-(৩৮) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম। এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন অবৈধ বালু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের দক্ষিন কানাইপুর গ্রামের একটি পুকুর থেকে সাব্বিরসহ স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছেন। এ খবর পেয়ে ওই এলাকায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাব্বিরকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাব্বির নামে একজন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে।