অবিবেচনাপ্রসূত শতাধিক পণ্যের উপর ভ্যাট প্রত্যাহার কর : গণতান্ত্রিক বাম ঐক্য

প্রকাশ : 2025-01-19 17:22:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অবিবেচনাপ্রসূত শতাধিক পণ্যের উপর ভ্যাট প্রত্যাহার কর : গণতান্ত্রিক বাম ঐক্য

গণতান্ত্রিক বাম ঐক্যের জরুরী সভা ১৯/০১/২০২৪ রবিবার সকাল ১১ টায় দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)'র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রোটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)'র মহাসচিব হারুন আল রশিদ খান।

সভায় বক্তারা বলেন, পতিত স্বৈরাচারের আমলাদের উপর নির্ভরতারর কারণে অন্তর্বর্তীকালীন সরকারের বহু কার্যক্রম গণ-অভ্যুত্থানের পরিপন্থী। সংক্ষুব্ধ আদিবাসীদের উপর হামলা লাঠিচার্জ জলকামান সাউন্ড গ্রেনেড ব্যবহার পতিত স্বৈরাচারের কথা স্মরণ করিয়ে দেয়। শ্রমিক অসন্তোষ নিরসনে আলোচনা না করে বল প্রয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়। ৪৩ লক্ষ টিসিবি কার্ড বাতিল ও টিসিবির ট্রাকসেল বন্ধের মতো হটকারি সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দেওয়া হয়। অর্থনীতি শ্বেতপত্র কমিটির সুপারিশ গ্রহণ না করে, অবিবেচনাপ্রসূত শতাধিক পণ্যের উপর ভ্যাট আরোপ করে এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধ্ব গতিতে নাভিশ্বাস উঠা সাধারণ জনগণের জীবন আরো ভয়াবহ হবে। নতুন করে শতাধিক পণ্যের উপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিল করতে হবে। জীবন রক্ষাকারী ঔষধের দাম কোন কারণ ছাড়াই ২০ থেকে ৭০ শতাংশ বেড়ে গেছে। মগের মুল্লুকের মতো অবস্থা, যার যা ইচ্ছা করছে। সাড়ে পাঁচ মাসে একটা সিন্ডিকেট ভাঙ্গতে না পারার ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকার কেই নিতে হবে। বিগত পাঁচমাসে ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতির শাস্তি সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া চলবে না। অপরিনামদর্শী উপদেষ্টাদের পতিত স্বৈরাচার দোসর আমলাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সাধারণ জনগণের স্বস্তি কেড়ে নিয়ে শাস্তি দেওয়া শুরু করেছে। সাড়ে পাঁচ মাসে পতিত স্বৈরাচারের দোসর প্রশাসনে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারিদের চিহ্নিত করতে ব্যর্থ হওয়ায় গণ-অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা নস্যাৎ হয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জনমনে স্বস্তি বজায় রেখে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কর। প্রয়োজনী সংস্কার দ্রুত শেষ করে এই বৎসরের মধ্য নির্বাচনে ব্যবস্থা করতে হবে।