অবহেলার অভিযোগে ম্যারাডোনার সাত চিকিৎসকের বিচার শুরু
প্রকাশ : 2025-03-12 15:48:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

২০২০ সালের ২৫ নভেম্বর করোনার মহামারি চলাকালে সারা বিশ্ব শোকস্তব্ধ হয়েছিল যখন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা মৃত্যুবরণ করেন। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার করানোর পর ম্যারাডোনা একঘেয়েমি ও নিঃসঙ্গতায় ছিলেন এবং তার চিকিৎসকদের দায়িত্ব ছিল তাকে সঠিকভাবে দেখভাল করা। তবে, ম্যারাডোনার মৃত্যু পরবর্তী সময়ে প্রশ্ন উঠেছে, তার মৃত্যুর পেছনে চিকিৎসকদের অবহেলা ছিল কি না।
এতদিন পর, ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত আট চিকিৎসকের মধ্যে সাতজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগে বিচার শুরু হয়েছে। এই মামলায় চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে, তারা জানতেন ম্যারাডোনা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে আছেন, তবে তারা যথাযথ চিকিৎসা দেননি।
এই মামলায় অভিযুক্তদের একজন নিউরোসার্জন, একজন মনোরোগবিশেষজ্ঞ, একজন মনোবিজ্ঞানী, একজন মেডিকেল কো-অর্ডিনেটর, একজন নার্স কো-অর্ডিনেটর, একজন চিকিৎসক এবং রাতের পালার নার্স।
চিকিৎসক দল ম্যারাডোনাকে বাড়িতে চিকিৎসা নিতে চাপ দিয়েছেন, যা চিকিৎসার ক্ষেত্রে অদূরদর্শিতা এবং দায়িত্বহীনতা বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে মৃত্যুর পর দীর্ঘ যন্ত্রণাদায়ক সময়ের জন্য কিংবদন্তি ফুটবলারকে একা ছেড়ে দেয়া এবং যথাযথ চিকিৎসা না দেয়ার অভিযোগ করা হচ্ছে।
এই মামলায় ম্যারাডোনার পরিবার, চিকিৎসকসহ ১০০ জনেরও বেশি সাক্ষ্য দেবেন। যদি অভিযোগ প্রমাণিত হয়, অভিযুক্ত চিকিৎসকদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। তবে, অভিযুক্ত চিকিৎসকরা ম্যারাডোনার মৃত্যুর দায় অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, তারা নিজেদের দায়িত্ব পালন করেছেন।
ম্যারাডোনার ছেলে দিয়েগুইতোর আইনজীবী মারিও বাউড্রি জানিয়েছেন, চিকিৎসকদের মধ্যে কথোপকথন এবং বার্তাগুলো থেকে স্পষ্ট যে, তারা জানতেন ম্যারাডোনা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ছিলেন, কিন্তু এই বিষয়ে পদক্ষেপ নিতে চেয়েছিলেন না। এখন আদালতেই সিদ্ধান্ত আসবে, কে দোষী আর কে নির্দোষ। ম্যারাডোনার অনুরাগীরা নিশ্চিতভাবে চান সঠিক বিচার।