অবশ্যই আমরা চাই জিততে: সুজন
প্রকাশ : 2021-04-12 13:22:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গত বছরের মার্চ মাসে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর বন্ধ হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট। এরপর অনেক কাঠখড় পুড়িয়ে প্রায় সাড়ে ১০ মাস পর চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে টাইগাররা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর চট্টগ্রামে ২ ম্যাচ টেস্ট সিরিজের শুরুটাও ভালো করেছিল মুমিনুল হকের দল। তবে পাঁচদিনের টেস্টের শেষদিনে এসে খেই হারিয়ে বসে স্বাগতিকরা।
শেষদিনে কাইল মায়ার্সের রেকর্ডগড়া ইনিংসে প্রায় চারশ রান তাড়া করে জেতে উইন্ডিজ। এবার শ্রীলঙ্কায় ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ দল একই ভুল করতে চায় না। আজ (সোমবার) শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান বাংলাদেশ দলের টিম লিডারের দায়িত্ব নিয়ে যাওয়া খালেদ মাহমুদ সুজন।
সুজন বলেন, ‘অবশ্যই আমরা চাই জিততে। রেজাল্ট কী হবে...। আমরা ওখানে সেরা ক্রিকেট খেলতে চাই। যে দল ভালো খেলবে তারাই জিতবে। পাঁচ দিনের খেলা এ কারণে সেশন বাই সেশন ধরে এগোতে হবে। চট্টগ্রাম টেস্টে (উইন্ডিজের বিপক্ষে) আমরা চার দিন ডমিনেট করেও হেরে গেছি, এমনটা করতে চাইনা। লম্বা সময় মনোযোগ ধরে রাখতে চাই।’
শ্রীলঙ্কার আবহাওয়া সম্পর্কে সুজন বলেন, ‘কন্ডিশনটা আমরা জানি ওখানে এখন গরম থাকে বেশি। উইকেটটা ভালো থাকে। শ্রীলঙ্কার কন্ডিশনে শ্রীলঙ্কা বেশ শক্ত প্রতিপক্ষ, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা স্কিলের দিক থেকে পিছিয়ে নেই, ভালো দল। আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, প্রক্রিয়াটা ঠিক রাখতে পারি, তবে আশা করি ভালো করব।’
আন্তর্জাতিক আঙিনায় সম্প্রতিক সময়টা সুখকর যাচ্ছে না বাংলাদেশ দলের। নিউজিল্যান্ড ৬ ম্যাচ হার সহ নিজেদের খেলা সবশেষ ৮ ম্যাচে জয় বঞ্চিত টাইগাররা। শ্রীলঙ্কায় সে আক্ষেপ ঘোচাতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
সুজন আরও বলেন, ‘যদিও আমরা লাস্ট টেস্ট ভালো করি নাই। তবে আমরা জানি আমাদের ক্যাপাবিলিটি আছে। আমরা নিউজিল্যান্ডে ভালো খেলতে পারিনি, কিন্তু শ্রীলঙ্কায় আলাদা পরিবেশে খেলব। আগেও খেলেছি, সেখানকার কন্ডিশনটা আমরা জানি। আমরা চেষ্টা করবো আমাদের সেরা ক্রিকেট খেলতে। আমরা যদি আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, আমি মনে করি আমরা ক্যাপাবল।’
সঙ্গে যোগ করেন সুজন, ‘খেলোয়াড়রা অনেক ফিট। অনেক চেষ্টা করে তারা মাঠে গিয়ে। পারফরম্যান্সটা কেন হচ্ছে না সেটি একটা বড় ব্যাপার। প্রসেসগুলো কিন্তু খারাপ বলব না আমি। দল হিসেবে খেলতে হবে আমাদের, ব্যক্তিগত পারফরম্যান্স অনেক দেখেছি আমরা। এখনই সময় আমরা বাংলাদেশ দল হিসেবে খেলতে চাই।’
ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুটি টেস্ট। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু ২৯ এপ্রিল।