অবশেষে প্রকাশ্যে আসল শাকিব বুবলীর বিয়ের তারিখ
প্রকাশ : 2022-10-04 11:31:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সন্তানের খবর প্রকাশ্যে আনার চার দিনের মাথায় ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে বিয়ের তারিখ জানালেন শবনম বুবলী। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তাঁর বিয়ের খবরটি জানালেন।
একই সঙ্গে শাকিব খানের সঙ্গে তোলা তাঁর তিনটি ছবি প্রকাশ করেন। বুবলীর দেওয়া তথ্যমতে, শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ের তারিখ ২০১৮ সালের ২০ জুলাই। বুবলী তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০/০৭/২০১৮ এবং ২১/০৩/২০২০। প্রথমটি আমাদের বিয়ের তারিখ ও অন্যটি আমাদের সন্তানের জন্মতারিখ।’
বুবলী জানিয়ে দেন, পোস্ট করা স্থিরচিত্রগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে তোলা। সবার কাছে দোয়াও চেয়েছেন শবনম বুবলী।
প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুজনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি। নিজেদের মতো করেই দুজন চলচ্চিত্রের কাজ করে গেছেন। এরই মধ্যে ২৭ সেপ্টেম্বর বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। এরপরই রহস্য দানা বাঁধতে থাকে। সবাই বলাবলি করতে শুরু করেন, তাহলে কি বুবলী সত্যিই মা হয়েছেন?
শেষ পর্যন্ত সত্যি সত্যি জানা যায়, বুবলী মা হয়েছেন, তা–ও ২০২০ সালের ২১ মার্চ। গত শুক্রবার তাঁরা দুজন আনুষ্ঠানিকভাবে সন্তানের বিষয়টি সামনে আনলেন। সন্তানের বিষয়টি সামনে আনার মধ্য দিয়ে কয়েক দিনের নাটকীয়তার অবসান হয়—সন্তানকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেন শাকিব খান ও শবনম বুবলী।