অবশেষে নিজ দেশে ফিরলেন সেই অন্তঃসত্ত্বা সাংবাদিক বেলিস

প্রকাশ : 2022-02-02 10:11:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অবশেষে নিজ দেশে ফিরলেন সেই অন্তঃসত্ত্বা সাংবাদিক বেলিস

শার্লট বেলিস নিউজিল্যান্ডের নাগরিক এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাবেক সাংবাদিক। নারী স্বাধীনতা নিয়ে তালেবান নেতাদের সাহসী প্রশ্ন করে আলোচনায় আসেন গত বছর।

কাতারে অবস্থানকালে অন্তঃস্বত্ত্বা হন তিনি। দেশটিতে বিয়ে ছাড়া সন্তান জন্মদান অবৈধ হওয়ায় ফিরতে চান, নিজ দেশ নিউজিল্যান্ডে। কিন্তু নিউজিল্যান্ড সরকারের কঠিন কোভিড নীতিতে ব্যর্থ হন বেলিস। 

তিনি বলেন, কাতার থেকে আমরা বেলজিয়াম চলে যাই। সে দেশের আমার টুরিস্ট ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছিল। দেশেও ফিরতে পারছিলাম না। আমার কাছে শুধু আফগানিস্তানের ওয়ার্কিং ভিসা ছিলো। এমন অবস্থায় তালেবানের কাছে সহায়তা চান বেলিস। তাকে আশ্চর্য করে আফগানিস্তানে প্রবেশের অনুমতি দেয় তালেবান প্রশাসন। 

বেলিস বলেন, উপায় না পেয়েই তালেবানের সাথে যোগাযোগ করি। তারা আমাকে বিবাহিত হিসেবে পরিচয় দিতে বলে। তবুও বিমান থেকে কাবুলে নামতে ভয় পাচ্ছিলাম।বিশ্বজুড়ে গণমাধ্যমে এ খবর প্রচারিত হলে সমালোচনার মুখে পড়ে নিউজিল্যান্ড। 

বেলিস বলেন, বিষয়টি অদ্ভুত হলেও সত্যি যে, তালেবানকে নারীর নিরাপত্তা নিয়ে আমি যে প্রশ্ন করেছিলাম, এখন আমার নিজ দেশ নিউজিল্যান্ডকেও করতে হচ্ছে। 

পরে বিশেষ কোয়ারেন্টিন ব্যবস্থায় বেলিসকে দেশে ফিরিয়ে আনার কথা জানায়, নিউজিল্যান্ড সরকার। দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী গ্রান্ট রবার্টসন বলেন, শার্লট বেলিসের সাথে যোগাযোগ করেছি আমরা। তাকে দেশে ফিরিয়ে আনার সমস্ত ব্যবস্থা নেয়া হয়েছে। নিউজিল্যান্ড সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শার্লট।