অতীতের কোনও সরকার দেশের জন্য কিছু করেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী
প্রকাশ : 2023-12-14 16:56:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
অতীতের কোনও সরকার দেশের জন্য কিছু করেনি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আজ বাংলাদেশ সারা পৃথিবীর বিস্ময়। এই বদলে যাওয়া বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিনাজপুরে বিরল উপজেলায় বিরল হানাদারমুক্ত দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা বাংলাদেশকে বধ্যভূমি ও পোড়ামাটিতে পরিণত করতে চেয়েছিল। ১৯৭৫ সালের পরবর্তী সময়েও ক্ষমতায় এসে জেনারেলরা এই রাষ্ট্রকে একই অবস্থায় নিয়ে গিয়েছিলেন। বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ নিতে পারেননি। আমাদের মুক্তিযোদ্ধারা ৭৫ বছর বয়সে এসে স্বাধীনতার সুখ ও বিজয়ের স্বাদ অনুভব করছেন।’
দিনটি উপলক্ষে র্যালির আয়োজন করে বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিরল উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন– উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিরল পৌর মেয়র সবুজার সিদ্দীক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন প্রমুখ।
সান