অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন লৌহজং কেন্দ্রের একুশে উদযাপন
প্রকাশ : 2024-02-25 11:49:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের উন্মুক্ত মঞ্চে ছবি অঙ্কন উপস্থিত বক্তৃতা, নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃতিসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেছে।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ব্রাক্ষণগাঁও হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রফুল্ল ঘোষের উঁত্তর বংশধর কলকাতা থেকে আগত ড. গৌরি বন্দেপাধ্যায়কে সংবর্ধনা জানান হয়।
সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং কেন্দ্রের সহ সভাপতি জনাব সবজল শিকদার। স্বাগত বক্তব্য দেন সাংধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন অধ্যাপক শাজাহান মিয়া,অধ্যাপিকা ঝর্না রহমান ও নাসির উদ্দিন জুয়েল , নূহ উল আলম লেনিন এবং অতিথি ড. গৌরি বন্দোপাধ্যায়।
সান