নেত্রকোনায় মাদরাসার জন্য ৮০ শতাংশ জমি ওয়াকফ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১৮:১২ |  আপডেট  : ১০ ডিসেম্বর ২০২৫, ০০:১২

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় একটি মাদরাসা নির্মাণের জন্য ৮০ শতাংশ জমি দান করে সুনাম কুড়িয়েছেন এক ব্যক্তি। এলাকার ‘জামিয়া দ্বীনিয়া দারুল উলুম মারকাজ মাদরাসা ও এতিম খানা'র নামে নিজের ১১০ শতাংশ জমি থেকে ৮০ শতাংশ জমি দান করেন সৈয়দ মোস্তানসিরুন করিম। পারিবারিক সূত্রে জানা যায়, এলাকার ধার্মিক ও দানশীল ব্যক্তি সৈয়দ মোস্তানসিরুন করিমের স্ত্রী ইন্তেকাল করেন গত সেপ্টেম্বর মাসে। স্ত্রীকে হারিয়ে তিনি সদকায়ে জারিয়া পালনের নিয়তে মাদরাসার নামে ওয়াকফ করে দেন নিজের জমির বিশাল অংশ। মাদরাসার নামে জমি ওয়াকফের পর তিনি বলেন, আমি একমাত্র আল্লাহকে রাজি-খুশি করার ইচ্ছায় সদকায়ে জারিয়ার নিয়তে ৮০ শতাংশ ভূমি 'জামিয়া দ্বীনিয়া দারুল উলুম মারকাজ মাদরাসা ও এতিম খানা বরাবর দান করে দিলাম। আমার দানকৃত জমিতে এই দ্বীনি প্রতিষ্ঠানের প্রয়োজনে জামে মসজিদ নির্মাণ এবং জামিয়ার বিভিন্ন শাখা চালু করার উদ্দেশ্যে ভবন নির্মাণসহ মাদরাসার উন্নয়নকল্পে ও স্বার্থে যেকোনো কাজ পরামর্শক্রমে করতে পারবেন। এই জমিতে যে মসজিদ-মাদরাসা নির্মাণ হবে তা আমার স্ত্রী ও আত্মীয়দের কয়েকজনের নামে নামকরণ হবে। ১৫ নভেম্বর মাদরাসার বার্ষিক মাহফিলে জর্ডান থেকে আগত আলেম শায়খ আবু উবায়দা মুহাম্মদ ওমর খাজির ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই দান প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে ও সরকারিভাবে সম্পন্ন করা হয়। জমি গ্রহণ করেন মাদরাসার পরিচালক মুফতি শফিখুল ইসলাম হামিদী। এ ঘটনা এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত