আদর্শ শিক্ষক ফেডারেশন কাউনিয়ায় শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ |  আপডেট  : ২৫ মার্চ ২০২৫, ০১:২২

আদর্শ শিক্ষক ফেডারেশন কাউনিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের রংপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গণি। প্রধান আলোচক ছিলেন বড় রংপুর কারামাতিয়া কামিল মাদরাসার উপাধক্ষ্য মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন অধ্যাপক শাহ্ হাফিজুর রহমান। বিশেষ আলোচক ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুস সালাম সরকার ও অ্যাডঃ ফজলুর রহমান ফারুক। সভায় কাউনিয়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কিন্ডার গার্টেন এর পরিচালক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত