আদমদীঘির ওসির বদলির খবরে স্থানীয়দের মিষ্টি বিতরণ 

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭ |  আপডেট  : ৯ ডিসেম্বর ২০২৫, ২০:১২

বগুড়ার আদমদীঘি থানার ওসি এস.এম মোস্তাফিজুর রহমানের বদলির খবরে এলাকাজুড়ে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় বাসিন্দারা। গত রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাসস্ট্যান্ড এলাকা ও পরের দিন উপজেলার সান্তাহার শহরের বিভিন্ন স্থানে সরেজমিন ঘুরে এমন সব দৃশ্য দেখা যায়।

জানা যায়, ওসি মোস্তাফিজুর রহমান আদমদীঘি থানায় যোগদানের পর থেকে এলাকায় ছিনতাই, মোটরসাইকেল, গরু, সেচপাম্প, মোবাইল, বৈদ্যুতিক মিটারসহ বেশ কয়েকটি চুরি সংগঠিত হয়। এসব বিষয়ে থানায় অভিযোগ দিয়েও কোন সহায়তা পায়নি অনেক ভুক্তভোগীরা। এসব অভিযোগের বিষয়ে পত্রপত্রিকায় বিভিন্ন সময় নিউজ ছাপা হয়ে আলোচনার শীর্ষে ছিলেন ওই ওসি। আলোচিত কয়েকটি ঘটনার মধ্যে গত ৭ এপ্রিল আদমদীঘিতে শামীম পারভেজ সাদ্দামের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার। কিন্তু ঘটনার আড়াই মাস পার হলেও থানায় তার বিরুদ্ধে কোনও মামলা রেকর্ড হয়নি। বিষয়টি স¤প্রতি জানাজানি হলে ওসির বিরুদ্ধে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এরপর গত ২৯ মার্চ উপজেলার সান্তাহারে হাত-পা বেঁধে স্ত্রী ও সন্তানের উপর বাবার নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার সান্তাহার পৌর শহরের সান্তাহার চাল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্ত্রী বাদী হয়ে থানায় স্বামী শরিফুল ইসলাম স্বপনসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেও এ ঘটনায় পুলিশ কোন জোড়ালো পদক্ষেপ গ্রহণ করেনি বরং উল্টো বাদীকে মিমাংসার জন্য একাধিক বার চাপ সৃষ্টি করেন। 

এছাড়া আদমদীঘি থানায় তিনি যোগদানের পর থেকে সেবাপ্রত্যাশীদের সাথে অশোভন আচরণ সহ নানা বিতর্কিত কর্মকান্ড জড়িত ছিলেন ওই ওসি। এমনকি তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথেও অভোশন আচরণ করতেন। আর এসব অভিযোগের কোন সমাধান পায়নি বলে জানান একাধিক ভুক্তভোগী। এদিকে থানার উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকের মধ্যেও সাবেক ওই ওসির নামে ব্যাপক কানাঘুষা শুরু করতে দেখা যায়। ওসির বদলিতে থানার পুলিশ সদস্যসহ এলাকাবাসী স্বস্তি ফিরে পেয়েছেন এমনটাই বলছেন অনেকেই।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, বগুড়ার আদমদীঘি থানার ওসি এস.এম মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে পুলিশ সুপার, রাজশাহী ডিআইডি কার্যালয়ে একাধিক লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। ওসি মোস্তাফিজুর রহমান ভুক্তভোগীদের সাথে খারাপ আচরণ, মাদক ব্যবসায়ীদের সঙ্গে আঁতাত ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা আদায় সহ বিভিন্ন অনিয়ম রয়েছে তার বিরুদ্ধে।  

নাম প্রকাশে অনিচ্ছুক আদমদীঘি ও সান্তাহারের একাধিক ব্যক্তিরা বলেন, ‘আমরা আজকে মিষ্টি বিতরণ করছি ওসি মোস্তাফিজুর রহমানের বিদায়ে। একটি দুষ্টু ওসির কবল থেকে আদমদীঘি রক্ষা পেয়েছে। ভবিষ্যতে আদমদীঘিতে যেন কোনো পুলিশ প্রশাসন অপতৎপরতা না করতে পারে এবং পুলিশের সহায়তায় যেন আদমদীঘির সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে গড়ে ওঠতে না পারে। তাকে বদলি করায় আমরা বেশ আনন্দিত। তারা আরোও বলেন, ‘দুষ্ট চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা রাখে এমন একজন ওসিকে বদলি করায় এলাকাজুড়ে মিষ্টি বিতরণ করেছি। সাবেক ওসি মোস্তাফিজুর রহমান সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতো। যা আদমদীঘিকে একটি মাদকের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছে।

‎‎‎‎‎এব্যাপারে জানার জন্য সাবেক ওসি মোস্তাফিজুর রহমানের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত