১৬ ফ্রেব্রুয়ারি থেকে শুরু শিবচরে তিনদিন ব্যাপী হাজী শরীয়তুল্লাহ মাহফিল

প্রকাশ : 2022-02-15 19:05:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

 ১৬ ফ্রেব্রুয়ারি থেকে শুরু শিবচরে তিনদিন ব্যাপী হাজী শরীয়তুল্লাহ মাহফিল

আগামীকাল ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে  মাদারীপুরের শিবচর উপজেলা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, পাক-ভারত উপমহাদেশের আধ্যাতিক রাহবার, মহান সমাজ সংস্কারক, মুজাহিদে আজম,শাইখুল ইসলাম, হযরত হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর স্মৃতি বিজোড়িত ঐতিহাসিক বাহাদুরপুর মাদরাসার তিন দিন ব্যাপি  ৭৭তম বার্ষিক ওয়াজ মাহফিল।

এ ওয়াজ মাহফিল উপলক্ষে ওয়াজের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ওয়াজ মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম ও পীর মাশায়েখবৃন্দ মূল্যবান ওয়াজ নসীহত পেশ করবেন।

 আগামী ১৮ ফেব্রুয়ারি শুক্রবার ঐতিহাসিক তীর্থস্থান বাহাদুরপুর ময়দানে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহত্তর জুমার জামাত। এখানে দেশ- বিদেশের লক্ষাধিক মুসল্লীরা জুমার নামাজে অংশগ্রহন করবেন। দুপুর দেড়টায় জুমার নামাজের ইমামতি করবেন হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর ৭ম পুরুষ, পীর কামেল, আলহাজ্জ হযরত হাফেজ মাওলানা আব্দুল্লাহ মো: হাসান পীর সাহেব, বাহাদুরপুর।

মাহফিলকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যময় করতে স্বেচ্ছাসেবকদের একটি বিশেষ দল দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশাল আয়তনের বিস্তৃতি ময়দানের বাশের খুটি ও ওয়াটার গ্রুফ কাপড়ের ছামিয়ানা দিয়ে তৈরী করা হচ্ছে  দৃষ্টিনন্দন প্যান্ডেল।

মাহফিলে আগত মুসল্লীদের স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত রয়েছে ডাক্তারদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম। মাহফিল উপলক্ষে মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ গাড়ি চলাচল করবে। এছাড়া মাহফিল উপলক্ষে শিবচরসহ পুরো বাহাদুরপুর এলাকায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

 আগামী ১৯ শে ফেব্রুয়ারী শনিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বাহাদুরপুরের ৭৭তম বার্ষিক ওয়াজ মাহফিল। আখেরী মোনাজাত পরিচালনা করবেন বাহাদুরপুর পীর সাহেব আলহাজ্জ হযরত মাওলানা আব্দুল্লাহ মো: হাসান।