লৌহজং মহাশ্মশান ঘাট তরুণ সমাজ-এর উদ্যোগে দুইদিন ব্যাপী কর্মসূচি

প্রকাশ : 2022-02-21 12:30:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

 লৌহজং মহাশ্মশান ঘাট তরুণ সমাজ-এর উদ্যোগে দুইদিন ব্যাপী কর্মসূচি

৪র্থ বাষির্কী  উপলক্ষে লৌহজং মহাশ্মশান ঘাট তরুণ সমাজ-এর উদ্যোগে ২ দিন ব্যাপী  কর্মসূচি। 
      
অনুষ্ঠান সময়সূচীঃ ২৮ শে ফেব্রুয়ারি ও ০১ মার্চ ২০২২ইং সোম ও মঙ্গলবার।  ★তিথিঃ- ২৮ ফেব্রুয়ারী রাত ২ঃ২৩ মিনিট থেকে ০১ মার্চ রাত ১২ঃ৩৯ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি।

★মহাদেব কে স্নান করানোর জন্য আপনারা আসার সময় যা যা নিয়ে আসবেন। ডাবের জল, দুধ, বেল পাতা ও সাদা ফুল।

স্থানঃ- কৈলাসধাম মন্দির প্রাঙ্গণ  স্বর্গীয় নিবারন চন্দ্র ভট্টাচার্য্য কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট ভোগদিয়া, বেজগাঁও, লৌহজং, মুন্সীগঞ্জ। 

বিঃদ্রঃ 
মন্দিরে প্রবেশ করার সময় অবশ্যই নির্দেশাবলী পালন করিতে হবে।
(১) মন্দিরে প্রাঙ্গনে মাস্ক পরা বাধ্যতামূলক।
(২) মন্দির প্রাঙ্গনে প্রবেশ পর ১ মিটার পর পর সামাজিক দূরত্ব বজায় রাখুন।
(৩) বৈশ্বিক করোনা-১৯ ভাইরাস থেকে নিজেকে সুরক্ষায় সরকারি স্বাস্থ্য নিয়ম মেনে চলুন,সুস্থ্য থাকুন ভালো থাকুন।

প্রচার ও প্রকাশনায় মহাশ্মশান ঘাট তরুণ সমাজ ভোগদিয়া, বেজগাঁও লৌহজং, মুন্সীগঞ্জ।