নন্দীগ্রামে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন যুবদল নেতৃবৃন্দ

প্রকাশ : 2025-11-13 18:40:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

 নন্দীগ্রামে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন যুবদল নেতৃবৃন্দ

বগুড়ার নন্দীগ্রামে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেলসহ দলীয় নেতৃবৃন্দ। 

তৃণমূল পর্যায়ে বিএনপির লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে সরাসরি কথা বলেন তারা। বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের গোয়ালগাড়ি, হাটধুমা ও ভাটগ্রাম ইউনিয়নের কল্যাণনগর বাজারসহ বিভিন্ন এলাকায় ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তারা। 

সেসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, যুবদল নেতা আলম হোসেন ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিজান আহমেদ প্রমুখ। সেসময় ভাটরা ইউনিয়ন যুবদলের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।