গাঁজা খেয়ে নিষিদ্ধ হওয়া রিচার্ডসনই বিশ্বের দ্রুততম মানবী
প্রকাশ : 2023-08-22 12:43:11১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ট্র্যাক এন্ড ফিল্ডের স্প্রিন্ট ইভেন্ট মানেই যেন জ্যামাইকার জয়জয়কার। উসাইন বোল্টের পর পুরুষদের হয়ে সেই রাজত্বে ছেদ পড়লেও নারীদের হয়ে জ্যামাইকার মান ধরে রেখেছিলেন শেরিকা জ্যাকসন, ফ্রেজার প্রাইসরা। এমনকি ২০২০ টোকিও অলিম্পিকেও শীর্ষ তিনে ছিলেন জ্যামাইকান অ্যাথলেটরা।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও তাই ফেভারিট ছিল জ্যামাইকার প্রতিনিধিরা। কিন্তু তাদের পেছনে ফেলে বিশ্বের দ্রুততম মানবী হলেন কিনা যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসন। ১০.৬৫ সেকেন্ড সময় নিয়ে পেছনে ফেললেন দুই জ্যামাইকান তারকা শেরিকা জ্যাকসন এবং ফ্রেজারকে।
১০.৭২ সেকেন্ড সময় নিয়ে শেরিকা হয়েছেন দ্বিতীয় আর পাঁচবারের দ্রুততম মানবী ফ্রেজার-প্রাইসের কাছে গিয়েছে ব্রোঞ্জ পদক। ১০.৭৭ সেকেন্ড সময় নিয়ে তিনি হয়েছেন তৃতীয়।