‎নন্দীগ্রামে বোরো ধানের নমূনা শস্য কর্তন ও প্রযুক্তি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশ : 2025-04-26 13:43:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

‎নন্দীগ্রামে বোরো ধানের নমূনা শস্য কর্তন ও প্রযুক্তি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

"কৃষিই সমৃদ্ধি" এবং "মানসম্মত ও সঠিক পরিসংখ্যান, সুষ্ঠু পরিকল্পনায় সমৃদ্ধ জীবন" এই দুটি প্রতিপাদ্যেকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের হাটলাল মাঠে বোরো ধানের নমূনা শস্য কর্তন এবং ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস ও পরিসংখ্যান বিভাগের যৌথ উদ্যোগে  এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আওতায় প্রথমে বোরো ধানের নমূনা শস্য কর্তন করা হয়। পরে "পার্টনার" প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠভিত্তিক প্রযুক্তি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দীন। এতে বিশেষ অতিথি ছিলেন নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান ও শর্মিলী ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হক, সুজন কুমার, শাহাদত হোসেন, আব্দুস সালাম, সোহেল রানা, সুমাইয়া ইয়াসমিন, মোস্তারিন নুসরাত, খাদেমুল ইসলামসহ স্থানীয় কৃষাণ-কৃষাণীরা। এ কর্মসূচির মাধ্যমে অধুনিক কৃষি প্রযুক্তি, ফলন পরিমাপ ও তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরা হয়।