৯ মাস লোকালয়ের জীবন ছেড়ে বনে ফিরলো হরিণটি

প্রকাশ : 2022-03-15 19:58:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

৯ মাস লোকালয়ের জীবন ছেড়ে বনে ফিরলো হরিণটি

বাগেরহাটের মোংলা বন্দরের ইপিজেড এলাকা থেকে আহত অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। প্রাথমিক চিকিৎসা দিয়ে মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে বন্দর শিল্পা লের ইপিজেড এলাকায় আহত অবস্থায় একটি চিত্রা হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা বনবিভাগকে খবর দেন। সকাল সাড়ে ৯টার দিকে ইপিজেডের প্রধান গেটের সামনে থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। হরিণটি আহত ছিল। তার বাম পা, পেট ও দাঁতে ক্ষত চিহ্ন রয়েছে। সম্ভবত লোহার তারে বেঁধে এ ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটিকে বেলা ১১টার দিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শুনেছি ৮-৯ মাস আগে হরিণটি জোয়ারের সময় বনের ঢাংমারী এলাকা থেকে নদী সাঁতরে বন্দর এলাকার পিকনিক কর্নারে চলে আসে। এরপর থেকে বন্দরের বিভিন্ন এলাকার ঝোপঝাড়ে বিচরণ ছিল হরিণটির। হয়তো মানুষ কিংবা অন্য কোনো প্রাণীর তাড়া খেয়ে কাটা তারে বেঁধে আহত হয় সে। এ চিত্রা হরিণের বয়স প্রায় ৫ বছর আর ওজন প্রায় ২৫ কেজি।