৬ দফা দাবিতে শিবগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
প্রকাশ : 2025-10-04 17:18:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার শিবগঞ্জে ৬দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
চলতি মাসের ১অক্টোবর থেকে এই কর্মবিরতি ঘোষণা দিলেও সরকারি বন্ধ থাকায় আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিরতিতে অংশ নেন "বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন" শিবগঞ্জ উপজেলা শাখার সদস্যরা।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মবিরতিতে বক্তব্য দেন স্বাস্থ্য সহকারী সুজন কুমার, হারুনুর রশিদ, মাহফুজা আক্তার, আবু সাঈদ, পলাশ কুমার, মুসা মন্ডল, জিল্লুর রহমান, আব্দুল কাইয়ুম, নুরুল ইসলাম, শাহ আলম, আব্দুস সালাম, শাশিম আহম্মেদ, পারভেজ আলম, শরিফুল ইসলাম, নুর ইসলামসহ অনেকে।
স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন।
এসময় তারা দ্রুত ৬দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।