৩৬ দিন কারাভোগ শেষে ভারতে ফিরলেন ৩১ জেলে

প্রকাশ : 2022-10-08 19:57:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

৩৬ দিন কারাভোগ শেষে ভারতে ফিরলেন ৩১ জেলে

বঙ্গোপসাগরে অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে আটক ৩১ ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছেন আদালত। এক মাস ছয় দিন কারাভোগের পর শনিবার (৮ অক্টোবর) দুপুরে আদালতের নির্দেশে বাগেরহাট জেলা কারাগার থেকে ওই জেলেদের মুক্তি দেওয়া হয়। 

এ সময় বাগেরহাটের জেল সুপার এসএম কামর“ল হুদা, বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান, ভারতীয় হাইকমিশনারের প্রতিনিধি প্রভাত মুন্দা উপস্থিত ছিলেন। পরে সড়ক পথে পুলিশ প্রহরায় মোংলায় নেওয়া হয় মুক্তি পাওয়া জেলেদের। বিকেলে মোংলা ফেরিঘাট এলাকায় থাকা দুটি ট্রলারে করে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার উদ্দেশে রওনা দিয়েছেন তারা।

মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মুক্তি পাওয়া জেলেরা এফ বি মা ও মঙ্গলচক্ষী নামক দুটি ট্রলারে মুক্তি পাওয়া জেলেরা রওনা দিয়েছেন। মুক্তি পাওয়া জেলেদের বাড়ি ভারতের দ¶িণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়। বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে গত ৩১ আগস্ট সন্ধ্যায় এফ বি মা ও মঙ্গলচী নামে দুটি ট্রলারসহ ৩১ ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। পরে ২ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ৪ অক্টোবর একই অপরাধে তিন মাস চার দিন কারাভোগ শেষে নিজ দেশে ফেরেন ১৩৫ জন ভারতীয় জেলে।