৩৩০ রানে থামলো টাইগাররা

প্রকাশ : 2021-11-27 12:22:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

৩৩০ রানে থামলো টাইগাররা

শেষদিকে দারুণ চেষ্টা করলেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু তাকে কেউ সমর্থন দিতে পারলেন না। ফলে প্রত্যাশিত স্কোর গড়তে পারল না বাংলাদেশ। মিরাজের লড়াই সত্ত্বেও ৩৩০ রানে অলআউট হলো টাইগাররা।

আগের দিনের ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করতে নামে বাংলাদেশ। লিটন দাস ১১৩ এবং মুশফিকুর রহিম ৮২ রান নিয়ে খেলা শুরু করেন। তবে এদিন প্রথম দিনের মতো সাবলীল ছিলেন না লিটন। শুরু থেকে খাবি খাচ্ছিলেন। একপর্যায়ে হাসান আলির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

অবশ্য প্রথমে তাকে আউট দেননি আম্পায়ার মাইকেল গফ। পরে রিভিউ নিয়ে দিনের প্রথম সাফল্য পায় পাকিস্তান। এতে ভাঙে লিটন-মুশির ২০৬ রানের জুটি। ফেরার আগে ক্যারিয়ারে আরাধ্য প্রথম সেঞ্চুরির দেখা পান লিটন। শেষ পর্যন্ত ১১ চার ও ১ ছক্কায় ১১৪ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি।

তার পর ক্রিজে আসেন অভিষিক্ত ইয়াসির আলি। তবে ব্যাট হাতে স্বাচ্ছন্দবোধ করছিলেন না তিনি। হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এ মিডলঅর্ডার ব্যাটার। একে একে ব্যাটাররা যাওয়া-আসার মিছিলে যোগ দিলেও একপ্রান্ত আগলে ছিলেন মুশফিক। এগিয়ে যাচ্ছিলেন টেস্ট ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরির দিকে। কিন্তু আচমকা ফাহিম আশরাফের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন তিনি। ফেরার আগে খেলেন ১১ চারে ৯১ রানের লড়াকু ইনিংস। মূলত এতে  বড় সংগ্রহের স্বপ্ন উবে যায় স্বাগতিকদের।

খানিক পরেই শাহিন শাহ আফ্রিদির বলে প্যাভিলিয়নের পথ ধরেন তাইজুল ইসলাম। তবে শেষদিকে অপর প্রান্তে লড়াই করেন মিরাজ।