২৫ জুন প্রধানমন্ত্রীর জনসভাকে এই শতাব্দীর শ্রেষ্ঠ জনসভা: বাহাউদ্দিন নাসিম
প্রকাশ : 2022-06-20 19:33:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পদ্মা সেতু উদ্বোধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারীপুর শিল্পকলা একাডেমির হলরুমে বিশেষ বর্ধিত সভা করেছে মাদারীপুর জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম।
আজ (সোমবার) বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ জেলা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, পদ্মা সেতু উদ্বোধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা মাদারীপুরের পদ্মা পাড়ে হচ্ছে। এই জনসেবা সফল করার দায়িত্ব মাদারীপুর জেলা আওয়ামীলীগের নেতা, কর্মী, সমর্থকসহ কেন্দ্রীয় আওয়ামীলীগসহ সকল নেতা-কর্মীর। সকল বিভেদ ভুলে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রচার প্রচারণা করে জেলার ছাত্র, কৃষক, শ্রমিক থেকে শুরু করে সকল পেশার মানুষ নিয়ে জনসভা সফল করার অনুরোধ করেন বাহাউদ্দিন নাসিম।
২৫ জুন প্রধানমন্ত্রীর জনসভাকে এই শতাব্দীর শ্রেষ্ঠ জনসভা উল্লেখ করে নাসিম আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধন শুধু উদ্বোধন নয়, বাঙালী জাতীর নতুন একটি দিগন্ত উম্মোচিত হল।