২১ ঘণ্টায়ও সন্ধান মেলেনি পদ্মায় নিখোঁজ চীনা প্রকৌশলীর
প্রকাশ : 2021-06-23 19:24:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীর মাঝখানে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারে কাজ করার সময় জু (২৬) নামের এক চীনা প্রকৌশলী নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার রাতে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাট বরাবর পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৫টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পদ্মা সেতুর নৌপথের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর ২৭ আর ই ব্যাটেলিয়নের রিভার প্যাট্রোল দল মঙ্গলবার রাতের বেলা এবং বুধবার দিনের বেলায়ও কার্যক্রম চলমান রেখেছেন।
নিখোঁজ চীনা প্রকৌশলী জু'র সহকর্মী প্রকৌশলীরা জানান, মঙ্গলবার বিকাল ৫টায় প্রকৌশলী জু সেফটিসহ পদ্মা সেতুর ১৩ নম্বর পিলারে কাজে যায়। কাজ করার এক পর্যায়ে রাত ৮টায় ৪ সহকর্মী জুর খোঁজ করে তাকে পায়নি। সংবাদ পেয়ে ১৯ বীরের গোয়েন্দা টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ২৭ আর ই ব্যাটেলিয়ন মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার বিকেল ৫টা পর্যন্ত ২টি স্পিডবোট নিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক সিরাজুল কবির জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল ৫টা পর্যন্ত পদ্মা নদীর ১৫ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, নৌপুলিশ, কোস্টগার্ড ও দমকলকর্মীরা তল্লাশি চালিয়েও তার সন্ধান পাননি। এমনকি নদীর পার্শ্ববর্তী সব থানাকে এ বিষয়ে তথ্য পাঠানো হয়েছে।