১৯ দিন পর দেশজুড়ে খুলছে কঠোর লকডাউনের 'লক'

প্রকাশ : 2021-08-10 12:37:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

১৯ দিন পর দেশজুড়ে খুলছে কঠোর লকডাউনের 'লক'

উনিশ দিন পর দেশজুড়ে বিধিনিষেধ শিথিল হচ্ছে কাল বুধবার (১১ আগস্ট)। খুলবে সরকারি বেসরকারি অফিস, দোকানপাট ও রেস্তোরাঁ, চলাচল করবে গণপরিবহন।
 
তবে লকডাউনের শেষ দিন রাজধানীতে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। কোথাও কোথাও দেখা দেয়, যানজটেরও। এতে অফিস সময়ে বিভিন্ন সিগন্যাল পার হতে, দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

সড়কে খুব একটা নেই আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। এতে অনেকটা নির্বিঘ্নে চলাচল করছে নগরবাসী।

করোনার সংকটকালে এবার পূর্ণ আসনে যাত্রী পরিবহনের অনুমতি দিয়েছে সরকার। তবে কোনওভাবেই আসন সংখ্যার চেয়ে বেশি যাত্রী বহন করা যাবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণপরিবহনে আসন সংখ্যার চেয়ে বেশি কিংবা দাঁড়িয়ে কোনও যাত্রী বহন করা যাবে না। সড়কপথে পরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে। 

এদিকে কাল থেকে অর্ধেক গণপরিবহন চলার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন অনেকে। বলছেন, এতে যাত্রী ভোগান্তি বাড়বে।