১৮ ঘণ্টা বিদ্যুৎহীন পাঁচ গ্রাম
প্রকাশ : 2025-04-22 11:42:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল সরকারি কলেজসংলগ্ন ট্রান্সফরমার বিকল হয়ে পড়লে কলেজ এলাকা, নাথপাড়া, দত্তপাড়া, সূত্রধরপাড়া, কর্মকারপাড়া ও ঘোষপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। সোমবার (২১ এপ্রিল) ভোর ৫টা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল গ্রামবাসী । পরে রাত সাড়ে ১১টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৩০ বছর আগে স্থাপিত একমাত্র ট্রান্সফরমারটি আজ আর এলাকার চাহিদা পূরণ করতে পারছে না। বাড়ছে জনসংখ্যা ও শিল্পপ্রতিষ্ঠান, বাড়ছে বিদ্যুতের চাপও। কিন্তু পুরোনো ও দুর্বল অবকাঠামো সেই চাহিদা সামাল দিতে পারছে না। ফলে নিয়মিতই ট্রান্সফরমার বিকল হচ্ছে।
এলাকাবাসীরা জানান, একবার ট্রান্সফরমার নষ্ট হলে তা মেরামতে দিন দুয়েক লেগে যায়। কখনো কখনো চাঁদা তুলেও মেরামতের ব্যবস্থা করতে হয়। এমন পরিস্থিতিতে মানুষ পড়ছে চরম দুর্ভোগে। সামান্য বৃষ্টিতেই ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে।
তারা আরও জানান, বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের তৎপরতা এমন যে, মেরামত পেতে দুই-তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই অব্যবস্থাপনা এবং নজরদারির অভাবে আমরা বছরের পর বছর ভুগছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় সরকারি কর্মচারী বলেন, আমরা বারবার অভিযোগ করেও প্রতিকার পাই না। ছয় মাস ধরে একটি বিদ্যুৎ তার খালের পানিতে ঝুলে আছে, কিন্তু সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সরাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ বলেন, ‘বজ্রপাতে ট্রান্সফরমারটি বিকল হয়েছিল। নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপন করায় সময় লেগেছে। তবে ভবিষ্যতে এই পাঁচ গ্রামের জন্য আরেকটি ট্রান্সফরমার বসানোর পরিকল্পনা রয়েছে।’
সা/ই