১৬ দিন যাবৎ নিখোঁজ গৃহবধূ থানায় ডায়েরি
প্রকাশ : 2022-02-15 18:58:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার গাবতলীতে ১৬ দিন যাবৎ নিখোঁজ হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় ঐ গৃহবধূর মা ১০ ফেব্রুয়ারি গাবতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তার আশঙ্কা মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন মেরে লাশ গুম করে রেখেছে।
নিখোঁজ গৃহবধূর নাম শামীমা আক্তার (১৯)। তিনি উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। গত ৩০ জানুয়ারি স্বামীর বাড়ি মীরপুর থেকে নিখোঁজ হন তিনি।
গৃহবধূর মা আরজিনা বেগম জানান, গত ৬ মাস আগে আমার মেয়ের সাথে মেহেদীর বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন আমার মেয়েকে শারীরিক নির্যাতন করেছে। আমার জামায় মেহেদীর চাচা শফিকুল ইসলাম এর আগে আমার মেয়েকে বলেছিলো, তোকে মেরে ফেলবো। থানায় ২ লাখ টাকা দিলে আমার কিছুই হবে না।
আরজিনা বেগম আরও জানান, আমার মেয়ের কোন হদিস না পাওয়ায় থানায় জিডি করেছি।
নিখোঁজ শামীমার স্বামী মেহেদী হাসান জানান, আমাদের পারিবারিক কোন কলোহ ছিলোনা। আমার স্ত্রী হঠাৎই বাড়ি থেকে উধাও হয়ে চলে গেছে। বিয়ের আগে তার অন্য একজন ছেলের সাথে সম্পর্ক ছিলো।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি অতি দ্রুত তার খোঁজ মিলবে।