১২-১৮ বছরের শিশুদের ফাইজার-মডার্নার টিকা দেওয়ার পরিকল্পনা
প্রকাশ : 2021-09-04 14:08:01১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
করোনাভাইরাস প্রতিরোধে সরকার শিশুদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার রাজধানীর তেজগাঁও মহিলা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পরীক্ষা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
স্কুল শিক্ষার্থীরা কোন টিকা পাবেন- এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, "বয়সের একটা বিষয় আছে। শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের ওপরে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী যেকোনো ধরনের টিকা দেওয়া যাবে। ১৮ বছরের নিচে যেসব শিক্ষার্থী আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ও অন্যান্য দেশে যেভাবে দেয়া হচ্ছে সেভাবেই তাদেরকে টিকা প্রদান করা হবে। বিশেষ করে আমেরিকাতে ও ব্রিটেনে শিশুদের ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে। ১২ বছর বয়সের ওপরে এই টিকা দেওয়া হয়েছে। বাচ্চাদের টিকা কার্যক্রম পরিচালনা শুরু হলে তাদের পদ্ধতিটাই আমাদের অনুসরণ করতে হবে।
অনেক দেশে ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের টিকার প্রয়োগ চলছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) শিশুদের এই টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে। এছাড়া ফাইজারের টিকা বহু দেশে ব্যবহার করছে। কানাডা ও যুক্তরাজ্য সম্প্রতি ১২ বছর বয়সীদের এ টিকা দেওয়া শুরু করে। বাংলাদেশেও এই টিকাই দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ইতোমধ্যে মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৩ই সেপ্টেম্বরের মধ্যে সবগুলো প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য চেষ্টা করা হবে।
"এমবিবিএস কার্যক্রম কোনদিনও বন্ধ ছিল না। করোনার মধ্যে আমরা অনলাইনে ক্লাস ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছি; আগামী ১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে", যোগ করেন তিনি।