১২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশ : 2023-08-21 11:55:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

১২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

দীর্ঘ ১২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে, ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি রবিবার রাত পৌনে ৯টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এতে রেললাইনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা ৭ মিনিটে ছেড়ে যায়।

দুর্ঘটনার ফলে রাত ২টা থেকে ময়মনসিংহ জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ময়মনসিংহ জংশনে ও গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস আটকা পড়ে।

ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী বলেন, লাইনচ্যুত হয়ে ট্রেনটি প্রায় ৪০০ মিটার পথ গেছে। এতে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত করতে সময় লেগেছে।

ফাতেমানগর স্টেশনের মাস্টার আলমগীর হোসেন বলেন, সকাল সাড়ে ৮টায় লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।