১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
প্রকাশ : 2022-08-14 19:24:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক আসামি আশরাফ হোসেন ওরফে শাহীনকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ফকিরহাট উপজেলার লখপুর খাজুরা এলাকা থেকে তাকে থানা পুলিশ গ্রেফতার করে। শাহীন খাজুরা গ্রামের সুলতান শেখের ছেলে।
ফকিরহাট থানার ওসি আলীমুজ্জামান রবিবার (১৪ আগস্ট) দুপুরে জানান, গ্রেফতার আশরাফ হোসেন ওরফে শাহিন ফকিরহাট থানার একটি অস্ত্র মামলায় আদালত কর্তৃক ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হয়ে পলাতক ছিলো। দীর্ঘদিন পলাতক থাকার পর সে গোপনে এলাকায় আসে। বিষয়টি জানতে পেরে থানা পুলিশ শনিবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। রবিবার সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলা কারগারে প্রেরণ করা হয়।