হ্যাটট্রিক শিরোপা ঘরে তুললো ভারতের যুবরা

প্রকাশ : 2022-01-01 10:22:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হ্যাটট্রিক শিরোপা ঘরে তুললো ভারতের যুবরা

শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের অষ্টম শিরোপা ঘরে তুললো ভারত। তবে ২০১২ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে শিরোপা ভাগ করে তারা। ১৯৮৯ সাল থেকে শুরু হওয়া বয়সভিত্তিক এই আসরে আটবার ফাইনাল খেলে ৭ বার শিরোপা জিতেছে তারা।

শুক্রবার দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬৩ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

ভারতের আধিপত্য ভাঙতে পেরেছিল কেবল আফগানিস্তান ২০১৭ সালে। ৯ আসরের মধ্যে আটবারের ফাইনাল খেলা ভারত এবারও প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল শ্রীলঙ্কাকে। ছয়বার ফাইনালে খেললেও এখনো শিরোপা না পাওয়ার হতাশায় পুড়তে হয় লঙ্কানদের।

বৃষ্টিবিঘ্নিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। কার্টেল ওভারের ফলে ৩২ ওভারে নেমে আসা ম্যাচটিতে ৯ উইকেটে ১০৬ রান করে তারা। বৃষ্টি আইনে সেই টার্গেট নেমে আসে ১০২ রানে। মামুলি এই রান তাড়া করতে বেশি বেগ পেতে হয়নি ভারতীয়দের। তারা এক উইকেট হারিয়ে ২১.৩ ওভারে ১০৪ রান করে।

একদিন আগে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কা হারায় পাকিস্তানকে।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ১০৬/৯ (৩২ ওভার); রদ্রিগো ১৯*, ডি সিলভা ১৫, পাথিরানা ১৪; ওস্তাল ৩/১১, তাম্বে ২/২৩
ভারত অনূর্ধ্ব-১৯: ১০৪/১ (২১.৩ ওভার); রঘুবংশী ৫৬*, রশীদ ৩১; রদ্রিগো ১/১২