হোয়াইটওয়াশ হয়ে র্যাঙ্কিংয়ে অবনমন পাকিস্তানের, রেটিং বাড়ল বাংলাদেশের
প্রকাশ : 2024-09-04 16:28:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
 
    
                            ইতিহাসের প্রথমবার বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। যার প্রভাব পড়েছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে। বাংলাদেশের কাছে দুই টেস্ট হেরে র্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনমন হয়েছে পাকিস্তানের।
পিন্ডিতে বাংলাদেশের কাছে প্রথম টেস্টে ১০ উইকেটে হারে পাকিস্তান। একই মাঠে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় পায় শান্ত বাহিনী। টেস্ট ইতিহাসে মাত্র দুইবারই ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল তারা।
বুধবার (৪ আগস্ট) আইসিসি তাদের নিজেদের ওয়েবসাইটে টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করে। যেখানে টেস্টে ষষ্ঠ স্থান থেকে অষ্টম স্থানে নেমে গেছে ম্যান ইন গ্রিনরা। পাকিস্তান আটে নেমে যাওয়ায় র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের। তাদের অবস্থান যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম।
এদিকে ২০০৩ সালের পর টেস্টে সবচেয়ে খারাপ রেটিংও এখন পাকিস্তানের। পাকিস্তানের এখন রেটিং পয়েন্ট ৭৬। ঐতিহাসিক র্যাঙ্কিং ধরলে ১৯৬৫ সালের পর পাকিস্তানের সর্বনিম্ন রেটিং পয়েন্টও।
এদিকে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি তাদের। টেস্ট র্যাঙ্কিংয়ে নয় নম্বরে অবস্থান করছে টাইগাররা। তবে ১৩ রেটিং পয়েন্ট বেড়েছে তাদের। টাইগারদের বর্তমান রেটিং পয়েন্ট ৬৬। 
 
