হেফাজতের ২৩ মামলার তদন্ত করবে সিআইডি
প্রকাশ : 2021-04-19 20:14:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করেছিল হেফাজতে ইসলাম। মোদির আগমন ঠেকাতে হেফাজতের আন্দোলন ও হরতালের মধ্যে সংঘর্ষ-তাণ্ডবের ঘটনা ঘটে। সেসব ঘটনায় দায়ের করা ২৩ মামলার তদন্ত দায়িত্ব হস্তান্তর করা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে।
সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জিসানুল হক।
তিনি বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানীসহ দেশের বেশ কয়েকটি জায়গায় তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে মোট ২৩টি মামলা রুজু হয়। সেসব মামলার তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে সিআইডিতে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ মামলার তদন্ত দায়িত্ব সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বিস্তারিত কথা বলবেন বলে জানান তিনি।