হিন্দু সম্প্রদায়ের পাশে আদমদীঘি উপজেলা বিএনপি

প্রকাশ : 2024-08-12 12:38:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হিন্দু সম্প্রদায়ের পাশে আদমদীঘি উপজেলা বিএনপি

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। গতকাল রবিবার বিকেলে উপজেলা সদরের চড়কতলা ও রামপুরা এলাকায় দেশে চলমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের বাড়ী ঘর, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে যেন কোন দুর্বৃত্তরা হামলা ভাংচুর না চালায় সে ব্যাপারে উপজেলা বিএনপির প্রতিটি নেতাকর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে। 

এসময় বিএনপি নেতৃবৃন্দরা বলেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য উপজেলা বিএনপি অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করবে। আমাদের হিন্দু ভাইয়ের সাথে যে কেউ অন্যায় অত্যাচার করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, সিনিয়ন সহ-সভাপতি বুলবুল ফারুক, সহ-সভাপতি কামরুল হাসান মধু, এস মাসুদ আহম্মেদ, শাহিন ইসলাম, ফরিদুল হক মুক্তা, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক দুলাল হোসেন, বিএনপি নেতা আবু তালেব দুলাল, মুনছুর আলী, আজমল হোসেন, যুবদল নেতা জুয়েল রানা, কোরবান আলী, রিয়ন সরকার, ছাত্রদল নেতা আবুল বাসার মারুফ, আহম্মেদ কাওছার দ্বীপ প্রমুখ।

 

সান