হায়দরাবাদকে হারিয়ে শীর্ষে চেন্নাই

প্রকাশ : 2021-04-29 08:48:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হায়দরাবাদকে হারিয়ে শীর্ষে চেন্নাই

১৭২ রানের লক্ষ্য। দিল্লিতে বুধবার সেই লক্ষ্যটা কী সহজেই না ছুঁয়ে ফেলল চেন্নাই সুপার কিংস। ৯ বল হাতে রেখে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। ৬ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গুলুরুর সমান ১০ পয়েন্ট হলেও চেন্নাই শীর্ষে নেট রান রেটের হিসেবে।

চেন্নাইয়ের পঞ্চম জয়ের ভিত গড়ে দিয়েছে রুতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডু প্লেসির ১২৯ রানের উদ্বোধনী জুটি। দুজনে উইকেটে ছিলেন ঠিক ১৩ ওভার। ফিফটি পেয়েছেন দুজনই। ২৪ বছর বয়সী গায়কোয়াড় ৪৪ বলে করেছেন ৭৫ রান। এমন আক্রমণাত্মক ইনিংসে একটিও ছক্কা মারেননি হায়দরাবাদ ওপেনার। তবে ১২টি দারুণ চারেই সাজানো তাঁর ইনিংস।

সঙ্গী ডু প্লেসি ৩৮ বলে করেছেন ৫৬ রান। ৬টি চারের সঙ্গে ১টি ছক্কা মেরেছেন প্রোটিয়া ব্যাটসম্যান। চেন্নাই ইনিংসে ছক্কা বলতে ডু প্লেসিরটিই। রুতুরাজ ১৩তম ফিরে গেলেও ডু প্লেসি উইকেটে ছিলেন ১৫তম ওভারের শেষ বল পর্যন্ত। ঠিক আগের বলেই আউট হয়েছেন দলটির আরেক ব্যাটসম্যান মঈন আলী (৮ বলে ১৫ রান)। দলকে ১৪৮ রানে রেখে আউট হয়েছেন দুজন। টানা দুই বলে পাওয়া এই ২ উইকেটসহ চেন্নাইয়ের ৩টি উইকেটই নিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ৪ ওভারে ৩৬ রান দিয়েছেন রশিদ।

৩ উইকেট হারানোর পর ধীরেসুস্থে খেলেই চেন্নাইয়ে জয়ের বন্দরে পৌঁছে দেন রবীন্দ্র জাদেজা (৬ বলে ৭) ও সুরেশ রায়না (১৫ বলে ১৭)।

এর আগে হায়দরাবাদের ১৭১ রান করেছেন শেষ দুই ওভারের ঝড়ে। শেষ দুই ওভারে ৩৩ রান তুলেছেন কেন উইলিয়ামসন ও কেদার যাদব। ৪ বলে ১২ রান করেছেন কেদার। এবারের আইপিএলে তৃতীয় ম্যাচ খেলা উইলিয়ামসন ১০ বলে করেছেন ২৬ রান।

কিউই ব্যাটসম্যান ঝড় উঠিয়েছেন ডেভিড ওয়ার্নার ও মনীশ পান্ডের গড়ে দেওয়া ভিত্তির ওপরে। দুজনেই পেয়েছেন ফিফটি। ৫৫ বলে ৫৭ রান করেছেন হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার। প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ফিফটির ফিফটি করেছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান। পান্ডে ৬১ রান করতে খেলেছেন ৪৬ বল। ২২ রানে জনি বেয়ারস্টোর বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ১০৬ রানের জুটি গড়েন দুজন। ষষ্ঠ ম্যাচে পঞ্চম হারে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতেই পড়ে রইল হায়দরাবাদ।