হাড়কাঁপানো শীতে বির্পযস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের মানুষ

প্রকাশ : 2024-01-01 19:25:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হাড়কাঁপানো শীতে বির্পযস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের মানুষ

হাড়কাঁপানো শীতে বির্পযস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের মানুষ। দুইদিনের ব্যবধানে সোমবার (১জানুয়ারি) তাপমাত্রা আরো কমে এসেছে। বয়ে যেতে পারে মৃদৃ ও মাঝারি শৈত্য প্রবাহ।

সোমবার(১ জহানুয়ারি) তাপমাত্রা সর্ব নিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।তবে গত শুক্ররবার তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রবিবার ও সোমবারের মতো এতোটা শীতের দাপট ছিল না। শনিবার (৩০ডিসেম্বর) তাপমাত্রা ছিল ১১দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এই তিনদিনের মধ্যে রবিবার ও সোমবার ছিল অত্রিমাত্রায় কুয়াশা ও মৃদু শৈত্য প্রবাহ। ফলে জনজীবনে তার প্রভাব পড়ে। আটোয়ারী উপজেলার মির্জাপুরের কুষক মির্জা সাল্হা উদ্দীন বলেন ‘গত দুইদিন ধরে প্রচন্ড শীত পড়েছে। কনকনে শীতে বাড়ির বাইরে যাওয়া কষ্টকর।

এদিকে রবিবার সকালে অনেক যানবাহনকে লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। বেড়েছে শ্রমজীবীদের দূর্দশা। বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা।

এ ব্যাপারে তেতুঁলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, জানুয়ারি মাসে মূলত শীতের দাপট বাড়ে। ঘনকুয়াশা দুই চারদিন থাকেব। পাশাপাশি শীতও থাকবে।এ মাসে মাঝে মাঝে মৃদৃ ও মাঝারি আকারে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, সরকারিভাবে এ পর্যন্ত ২৫ হাজার  ৫০০ শত শীত বস্ত্র পাওয়া গেছে। ইতো মধ্যে ২৫ হাজার বিতরণ করা হয়েছে‘ও বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন‘ বেসরকারি ভাবে প্রায় ৪ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ‘ তাদের সাথে সমন্বয় করে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে।