হাসিনা আউট এবং দক্ষিণ এশিয়া জুড়ে 'ইন্ডিয়া আউট' স্লোগান

প্রকাশ : 2024-08-20 11:59:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হাসিনা আউট এবং দক্ষিণ এশিয়া জুড়ে 'ইন্ডিয়া আউট' স্লোগান

গত সপ্তাহ পর্যন্ত, শেখ হাসিনার সরকার ছিলো ভারতের সব চেয়ে বড় সমর্থক এবং উপমহাদেশে ভারতের জন্য সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সরকার। এখন হাসিনা ক্ষমতার বাইরে ও পলাতক। পাকিস্তানপন্থী এবং চীনপন্থী বলে কথিত দলগুলো রাজনীতিতে আবির্ভূত হয়েছে। বাংলাদেশের এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার প্রবণতার অংশ, যেখানে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ নেতাদের পরিবর্তে ক্ষমতায় আসছে অ-বান্ধব শাসন ব্যবস্থা। নতুন নেতারা চীন ও পাকিস্তানের প্রতি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ এবং এটি এই অঞ্চলে ভারতের পতনের লক্ষণ। মালদ্বীপে মোহাম্মদ মুইজ্জুর উত্থান এবং নেপালে কেপি শর্মা অলিকে প্রবণতা এর উদাহরণ। বাংলাদেশ, মালদ্বীপ এবং নেপালের পরিবর্তন এমন এক সময়ে এসেছে যখন আফগানিস্তানে তালেবানদের শাসন অব্যাহত রয়েছে এবং মিয়ানমার গৃহযুদ্ধে জড়িয়ে আছে। ভুটান ভারতের এই দক্ষিণ এশিয়া বন্ধুত্বহীন মরুভূমিতে একমাত্র মরূদ্যান, তবে সেখানেও পরিবর্তনের বাতাস বইছে। দক্ষিণ এশিয়া জুড়ে চলছে 'ইন্ডিয়া আউট' স্লোগান। যদিও আকার, অর্থনীতি এবং শক্ত শক্তির দিক থেকে ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ৷ এখন দক্ষিণ এশিয়ার যে কোনও জায়গায় যে কোনও ভুলের জন্য, নয়াদিল্লির দিকে আঙুল তোলা হয় এবং ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ নেতাদের ভারতীয় কৃতদাস হিসাবে চিহ্নিত করা হয়। এটি হাসিনার সাথে ঘটেছে, যাকে তার সমালোচকরা দীর্ঘকাল ধরে নয়াদিল্লির কৃতদাস হিসাবে অভিহিত করেছিলেন এবং এটি এর আগে মালদ্বীপে ইব্রাহিম সোলিহের সাথে ঘটেছে। নেপাল থেকে মালদ্বীপ পর্যন্ত পুরো অঞ্চল জুড়ে 'ইন্ডিয়া আউট' চলছে ।

নেপালই প্রথম 'ভারত-বিরোধী জাতীয়তাবাদের' পথপ্রদর্শক ছিল যা পরের রাজারা এবং পরে প্রধানমন্ত্রীরা তাদের অভ্যন্তরীণ অবস্থানকে শক্তিশালী করেছেন। মুইজ্জু বা খালেদা জিয়ার বিএনপির আগে, নেপালের রাজা মহেন্দ্র ১৯৬০ সালের প্রথম দিকে 'চায়না কার্ড' নীতিতে অভ্যন্তরীণ রাজনীতির জন্য ভারতের বিরোধিতা করেছিলেন। তার পর থেকেই এই অঞ্চলে ভারত-বিরোধী ব্র্যান্ড রাজনীতি জনপ্রিয় হয়ে উঠেছে। মহেন্দ্র নেপালের ভারসাম্য বজায় রাখতে নেপালকে চীনের কাছাকাছি নিয়ে যান এবং পাকিস্তানের কাছেও নিয়ে গিয়েছিলেন। নেপালের মাওবাদী প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল "প্রচন্ড", সম্প্রতি মার্চের শুরুতে নেপালি কংগ্রেসের সাথে তার জোট ভেঙেছেন এবং আরও চরম চীনপন্থী নেতা কৃষ্ণ প্রসাদ শর্মা অলির সাথে অংশীদারিত্ব বেছে নিয়েছেন। ভারত সম্প্রতি মানসরোবর পর্যন্ত একটি ৮০ কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি করেছে এবং এর কিছু অংশ লিপুলেখ অঞ্চলে নেপালের লাইনে নির্মিত হয়েছে। নেপাল এর বিরুদ্ধে থাকার প্রতিক্রিয়ায়, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন যে এটি সম্পূর্ণরূপে ভারতীয় জমিতে নির্মিত।

বাংলাদেশের ক্ষেত্রে, জামায়াতের ধর্মীয় মৌলবাদ এবং বিএনপির অন্তর্নিহিত পাকিস্তানপন্থী ঝোঁক জাতীয়তাবাদের একটি নতুন ব্র্যান্ড তৈরি করতে কাজ করেছে। যা ছিলো ইসলাম প্রতিষ্ঠা ও ভারতবিরোধী মনোভাব। এটা বাংলা সংস্কৃতি ও পাকিস্তান বিরোধী আন্দোলনে নিহিত আওয়ামী লীগের মূল বাঙ্গালী জাতীয়তাবাদের বিরুদ্ধে নীতি। তবে বাংলাদেশ তার নিজস্ব কৌশলগত স্বার্থ এমনকি নিরাপত্তার জন্য ভারতের প্রয়োজনীয়তা বোঝে। দেশের জাতীয় ও কৌশলগত স্বার্থ নিয়ে উদ্বিগ্ন যে কোনো বাংলাদেশি সরকারের জন্য ভারতকে বিরোধিতা করা এবং বিচ্ছিন্ন করা দূরবর্তী কোনো সম্ভাবনাও হতে পারে না। হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশে যে অস্থিরতা শুরু হয়েছে, তা স্বাভাবিকভাবেই ভারতীয় কৌশলগত শঙ্কার ঘণ্টা বাজিয়েছে। হাসিনার উৎখাত নয়াদিল্লির জন্য একটি কৌশলগত ধাক্কা। দেড় দশকে ভারত হাসিনার ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী ধারাকে উপেক্ষা করে হাসিনার উপর ভারত সমস্ত সহযোগীতা বজায় রেখেছিল। হাসিনা সরকারের অপকর্মের বিষয়ে ভারতের নীরব ছিল, তাই ভারত বিরোধী মনোভাব বাংলাদেশে তৈরী হয়েছে। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের বিরুদ্ধে ক্ষোভ ঢাকার রাস্তায় ছড়িয়ে পড়ে, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরকে লক্ষ্যবস্তু করা হয়। হাসিনার বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ ছিল, তবে যা হতবাক করেছে তা হল বিদ্রোহের আকস্মিকতা এবং তীব্রতা।

আফগানিস্তানে, তালেবানরা দেশটি দখল করেছে কারণ, দুই দশকের যুদ্ধ এবং আফগান সরকার ও তার আন্তর্জাতিক অংশীদারদের ব্যর্থতার কারণে। সমাজে গভীর বিভাজন এবং আফগানিস্তানে ছড়িয়ে পড়া ইসলামিক মৌলবাদের ব্যাপকতা শাসনব্যবস্থার পরিবর্তন ঘটায়, ভারত একটি বন্ধুত্বপূর্ণ সরকার হারিয়েছে। আফগানিস্তান চরমপন্থার আশ্রয়স্থল হয়ে উঠেছে। ভারত এখন উদ্দেশ্যমূলকভাবে আফগানিস্তান সাথেই আলোচনা এড়িয়ে যাচ্ছে। ভারত এখন BBIN (বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপাল) এবং BIMSTEC (মাল্টি-সেক্টরাল কর্পোরেশনের জন্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ) এর পক্ষে ওকালতি করছে । তালেবান দখলের পর আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কও নিম্নমুখী।

যদিও শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে গণ-আন্দোলন এবং দীর্ঘদিনের শাসকদের বহিষ্কারের ক্ষেত্রে সমান্তরাল টানা হয়েছে, তবে দুই দেশের আন্দোলনের চালনাকারী পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। শ্রীলঙ্কায়, সরকারের নীতির ফলে খাদ্য, জ্বালানি, ওষুধ এবং অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তা কম থাকায় এই আন্দোলনের মূলে ছিল অর্থনৈতিক সংকট। অন্যদিকে বাংলাদেশে সংকট ছিল আর্থ-রাজনৈতিক প্রকৃতির। চীন গত ১৫-২০ বছরে শ্রীলঙ্কার সাথে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, হাম্বানটোটা বন্দর এবং কলম্বো-গালে এক্সপ্রেসওয়ের মতো অবকাঠামো প্রকল্প নির্মাণ ও অর্থায়ন করেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে উত্তর শ্রীলঙ্কায় এডিবি অনুমোদিত চীনা নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বন্ধ করে দিয়েছে ভারত। চীনা গবেষণা জাহাজের পরিদর্শনে আপত্তি জানিয়ে বলেছে যে এগুলি "গুপ্তচর" জাহাজ। অতি সম্প্রতি, প্রধানমন্ত্রী মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন যে কাচাথিভু দ্বীপটি ১৯৭৪ সালে কংগ্রেস সরকার শ্রীলঙ্কাকে "অনিচ্ছাকৃতভাবে" দিয়েছিল।

মিয়ানমারে, চলমান গৃহযুদ্ধ একটি গভীর অভ্যন্তরীণ সমস্যা যেখানে ভারত কোন ফ্যাক্টর নয়। সেখানে ভারতের কৌশলগত স্বার্থ রয়েছে। যদিও জনসাধারণের মধ্যে বা রাজনৈতিক নেতাদের মধ্যে ব্যাপকভাবে ভারতবিরোধী মনোভাব নেই, সেখানে একটি চীন সমর্থন গ্রুপ রয়েছে। ভুটানের ব্যাপারটা একটু ভিন্ন। কয়েক বছর ধরে, চীন ভুটানের দুর্গম পাহাড়ি অঞ্চলে দখল করে আসছে এবং দুই দেশই বিতর্কিত সীমানা মীমাংসার জন্য একটি চুক্তি করতে আগ্রহী কিন্তু ভুটান তা করতে চায় না যাতে এটি ভারতকে ক্ষুব্ধ করে – কারণ ভারত ভুটানের নিকটতম অর্থনৈতিক অংশীদার এবং তার নিরাপত্তা গ্যারান্টার। এমনকি ভুটানেও, চীন ডোকলামের উপর সামরিক অভিযান চালনা করছে, ভুটানের অন্তর্গত মালভূমির প্রতিরক্ষার জন্য ভারতের সাথে একটি নিরাপত্তা চুক্তি রয়েছে।

ভারত বিভক্তির মধ্য দিয়ে গঠিত হওয়ার পর থেকেই পাকিস্তান তার মূল প্রতিপক্ষ। অন্তত চারটি যুদ্ধ হয়েছে - ১৯৪৭, ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯ সালে। সরাসরি সামরিক হামলার পাশাপাশি, পাকিস্তান ভারতে তার ভূমি থেকে সন্ত্রাসী জঙ্গি পাঠানোর মাধ্যমে একটি চলমান প্রক্সি যুদ্ধে লিপ্ত রয়েছে। এমনকি বাংলাদেশের বর্তমান অস্থিরতার মধ্যেও পাকিস্তানের ভূমিকা নিয়ে সন্দেহ করা হচ্ছে। ভারতকে অস্থির রাখা পাকিস্তানের পরিকল্পনা। পাকিস্তান তার ভারত নীতিকে এগিয়ে নিতে চীনের কাছে সব দিক দিয়েই সাহায্য পেয়েছে। চীন তার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ভারতকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে আসছে। এমনকি 'হিন্দি-চিনি ভাই-ভাই'-এর বছরগুলিতে, এটি পাঁচ-দফা অ-আগ্রাসন চুক্তি - পঞ্চশীলে স্বাক্ষর করা সত্ত্বেও ভারতে একতরফা আক্রমণ শুরু করেছিল। চীন পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) মাধ্যমে একটি উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রোগ্রাম চালু করেছে। সাম্প্রতিক বছরগুলিতে, গালওয়ানের ঘটনা সহ সামরিক সংঘর্ষগুলি গুরুতর রূপ নিয়েছে যেখানে ২০ জন ভারতীয় সৈন্য এবং অঘোষিত সংখ্যক চীনা কর্মী প্রাণ হারিয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বা ব্রিকসের মতো প্ল্যাটফর্মে চীন ভারতের জন্য বাধা তৈরি করার চেষ্টা করেছে।

'ইন্ডিয়া আউট', আন্দোলনকারীদের একটি জনপ্রিয় স্লোগান, মালদ্বীপের প্রতিধ্বনি রয়েছে, যেখানে চীনপন্থী রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ভারতের সেনা দলকে চলে যেতে বলেছেন। ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শাসনব্যবস্থা পরিবর্তনের একটি ধারাবাহিক পরিবর্তন হয়েছে যারা ভারতের প্রতি অনুকূল নয়। ভারত তার নিরাপত্তা ধরে রাখতে, বাংলাদেশে উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে রাখতে এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে দমন-পীড়নের জন্য শেখ হাসিনার সরকারের ওপর অনেক বেশি নির্ভরশীল। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ আর এখন বাংলাদেশে চলছে 'ইন্ডিয়া আউট' স্লোগান । এটি ভারতের কূটনৈতিক ব্যর্থতার একটি দীর্ঘ তালিকা। এদিকে ভারত তার কৌশলগত অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। ইউক্রেন ইস্যুতে নয়াদিল্লি ওয়াশিংটনের সাথে যেতে অস্বীকার করার এবং মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে রেয়াতি হারে তেল কেনার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক উত্তেজনাপূর্ণ।  

সুতরাং বলা চলে, প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক সমস্যাযুক্ত। ভারত অতিরিক্ত-আঞ্চলিক রাজনৈতিক ভূমিকা পালন করতে পেরেছে তার একটি কারণ হল, প্রতিবেশীরা ভারতকে হুমকি দেওয়ার মতো শক্তিশালী নয়। নেবারহুড ফার্স্ট পলিসি ছিল মোদির। এবং তিনি পূর্বের লুক পলিসিকে অ্যাক্ট ইস্ট পলিসিতে পরিবর্তন করেন। দক্ষিণ-পূর্ব দেশগুলির সাথে সম্পর্ক জোরদার করার জন্য এটি করা হয়েছিল। চীন ও পাকিস্তান দক্ষিণ এশিয়া জুড়ে ভারতবিরোধী মনোভাব পোষণ করছে। নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং বর্তমানে বাংলাদেশের ঘটনাগুলো এ ধরনের প্রচেষ্টার সাক্ষ্য। শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ এবং মালদ্বীপে চীনের নিয়ন্ত্রণ রয়েছে। যে সব এলাকায় আগে ভারতের প্রভাব ছিল সেখানে চীন তার প্রভাব বিস্তার করছে। ভারতীয়দের দুর্বল কূটনীতির কারণে, স্থানীয় রাজনীতিতে তাদের হস্তক্ষেপ করার প্রবণতার কারণে এবং ভারতীয় আধিপত্য বিস্তারের ভয়ের কারণে, মালদ্বীপ ও বাংলাদেশে "ইন্ডিয়া আউট" প্রচারণা প্রকাশ পেয়েছে। নেপালেও রয়েছে ভারতবিরোধী মনোভাব।

 

সান