হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহ গ্রেপ্তার
প্রকাশ : 2024-10-26 11:25:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৬ অক্টোবর) ভোরে তাকে গুলশান-২ থেকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে।