হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মী আটক
প্রকাশ : 2025-05-05 11:26:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

গাজীপুর মহানগরের বাসন সড়ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চান্দনা চৌরাস্তা ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রবিউল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পরপরই দোষীদের শনাক্ত ও আটকে পুলিশের একাধিক দল অভিযানে নামে। অভিযানের ধারাবাহিকতায় রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগ (এজাহার) দিলে মামলা করা হবে।
কা/আ