হারাগাছে ৬৬ হাজার পিস জাল ব্যান্ডরোল সহ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : 2021-06-01 19:38:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হারাগাছে ৬৬ হাজার পিস জাল ব্যান্ডরোল সহ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে সাড়ে ৬ লাখ টাকা মূল্যের জাল ব্যান্ডরোল সহ রাজ্জাকুল (৪১) নামে এক ব্যবসায়ীকে গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে আরপিএমপি ডিবি পুলিশ।

কাউনিয়া উপজেলার জয়বাংলা বাজার ধুমের কুঠি কামারটারী এলাকা থেকে তাকে আটক করা হয়। জাল ব্যান্ডরোল ব্যবসায়ী রাজ্জাকুল উপজেলার হারাগাছ পৌরসভার মেনাজ বাজার এলাকার মৃত নুর ইসলামের ছেলে। আরপিএমপি গোয়েন্দা পুলিশের (ওসি) মোতালেব হোসেন জানান, হারাগাছে সংঘবদ্ধ চক্র অসাধু বিড়ির মালিকদের কাছে বিক্রির জন্য বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল বিক্রির উদ্দেশ্যে পরিবহন করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ ফারুক আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হারাগাছ থানার জয়বাংলা বাজার ধুমেরকুঠি কামারটারী এলাকায় অভিযান চালিয়ে জাল ব্যান্ডরোল ব্যবসায়ী রাজ্জাকুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ লাখ ৪০ হাজার ৮৬০ টাকা মূল্যের ৬৬ হাজার পিস জাল ব্যান্ডরোল উদ্ধার করে ডিবি পুলিশ। হারাগাছ মেট্রো থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনের মামলা হয়েছে।