হারাগাছে তিন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

প্রকাশ : 2021-04-02 17:04:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হারাগাছে তিন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

হারাগাছ সাহিত্য সংসদ-এর তিন কবির তিনটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধায় হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় হল রুমে কবি মাসুম মোরশেদ'র 'বসন্ত বাও' কবি মুয়াখ্যিরা খানুম স্বপ্না'র 'অভিমানে অনুভবে' এবং কবি দিলগীর আলম'র 'প্রজাপতি মন' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় । 

কবি ও ইতিহাসবিদ আবুল কাসেম মাষ্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারাগাছ সরকারি কলেজের অধ্য¶ আব্দুছ ছাত্তার, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার ও গীতিকার সাঈদ সাহেদুল ইসলাম কবি, শি¶াবিদ ড. শাহ সুলতান তালুকদার। বক্তব্য রাখেন হারাগাছ সাহিত্য সংসদ সভাপতি কবি দিলগীর আলম, সাঃ সম্পাদক ময়নুল ইসলাম, সাহিত্যের কাগজ সম্পাদক ও রংপুর সিটি প্রেসক্লাব সদস্য রেজাউল করিম জীবন, প্রখ্যাত শ্রমিক নেতা আমিন উদ্দিন বিএসসি, জাসদ হারাগাছ পৌর সভাপতি সরওয়ার্দী, নাট্যকর্মী কবি আতাউল করিম অতুল, সাবেক ছাত্রনেতা আহসান হাবীব হিরু, কলেজ শি¶ক কবি তাপস মাহমুদ, হারাগাছ প্রেসক্লাব সম্পাদক মাসুদ পারভেজ, কবি রিয়াজুল হক সাগর, হারাগাছ পৌর ছাত্রলীগ সম্পাদক কবির হোসেন প্রম‚খ। অনুষ্ঠানটি স ালনায় ছিলেন সাবেক বরেণ্য ছাত্রনেতা শামীউল আলম শিমু।