হারাগাছের নায়রার দোলা থেকে অজ্ঞাত মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশ : 2022-08-16 20:02:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হারাগাছের নায়রার দোলা থেকে অজ্ঞাত মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের নায়রার বিল থেকে ১২বছর বয়সের অজ্ঞাতনামা এক মাদ্রাসা ছাত্রের লাশ মঙ্গলবার উদ্ধার করেছে হারাগাছ মেট্রোপলিটন থানা পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে মঙ্গলবার ১২টার দিকে উপজেলার সারাই ইউনিয়নের পূর্ব কাচু নায়রা গ্রামের নায়রারার দোলা এলাকায় কিছু লোক গরু চড়াতে আসে। এসময় বিলের ধারে পাজ্ঞাবি পাজামা পরিহিত আনুমানিক ১২ বছর বয়সের এক মাদ্রাসা ছাত্রের লাশ দেখতে পায়। স্থানীয় লোকজন কাউনিয়া থানায় খবর দিলে কাউনিয়া থানার ওসি মুন্তাছের বিল্লাহ্, ইন্সপেক্টার (তদন্ত) সেলিমুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি রেজাউল ইসলাম ঘটনা স্থলে পৌছে দেখেন যে জায়গায় লাশ পাওয়া গেছে সেটা হারাগাছ মেট্রো থানার অন্তর্ভুক্ত সারাই ইউনিয়নের কাচু গ্রাম। পরে হারাগাছ থানা পুলিশ অজ্ঞাত ছাত্রের লাশ উদ্ধার করে। খবর পেয়ে এডিসি ক্রাইম উজ্জল কুমার রায়, সিআইডি ক্রাইমসিন দল, পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেন। হারাগাছ থানার ওসি রেজাউল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে আমরা লাশ উদ্ধার করেছি। তবে এখনো লাশের পরিচয় বা কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। লাশ টি একনজর দেখার জন্য শতশত মানুষ ভীর জমায়। অনেকে বলেছে কার মায়ের বুক খালি হয়েছে কে জানে।