হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

প্রকাশ : 2025-02-03 18:47:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

হিন্দুধর্ম বিশ্বাসে সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। রবিবার দিবাগত মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পূজার আনুষ্ঠানিকতা সূচিত হয়েছে। চলবে আজ ( সোমবার) রাত অবধি। সনাতন ধর্মীয় রীতিতে প্রত্যুষে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কপূর, চন্দন দিয়ে স্নান করানো হয়। এরপর চরণামৃত নেবেন সনাতন ধর্মাবলম্বীরা। 

সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে আজ সোমবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বাণী অর্চনা। পুরোহিতরা 'সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোস্তুতে' এ মন্ত্রে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করে, পূজার আচার পালন করবেন। এরপর সনাতন ধর্মাবলম্বীরা পুষ্পাঞ্জলি দেবেন। তাদের বিশ্বাস, দেবী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র পাল, আনন্দ দেবনাথ ও আরতি রাণী দাস প্রমুখ।