হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের শোক র্যালি
প্রকাশ : 2022-08-27 16:44:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শোক র্যালি করেছে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগ।
হলদিয়া ইউনিয়নের প্রধান সড়কে এই শোক র্যালি করা হয়। সভাপতি যোবায়ের হোসাইন ফাহিম ও সাধারণ সম্পাদক লাদেন ঢালীর নেতৃত্বে শোক র্যালিতে অংশ নেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কাঞ্চন ঘোষ ও মো. আরাফাত উল্লাহ, উপ ধর্ম বিষয়ক সম্পাদক উজ্জল ঘোষ, সদস্যদের মধ্যে রাজিব শেখ, আবির বাসার, মো. অপু। এ ছাড়া হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সকল ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।