হত-দরিদ্র এবং অসহায় পরিবারে পৌরসভা শ্রমিকদলের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশ : 2025-02-24 12:33:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হত-দরিদ্র এবং অসহায় পরিবারে পৌরসভা শ্রমিকদলের ইফতার সামগ্রী বিতরণ

রবিবার রাত আটটার দিকে চট্টগ্রাম বোয়ালখালী থানার ফুলতলস্থ মোড়ে হত- দরিদ্র এবং অসহায় পরিরারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছে বোয়ালখালী পৌরসভা শ্রমিক দল।

চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মহসিন খান তরুণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইফতার ও খাদ্যসামগ্রী বিতরন করেন।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা শ্রমিকদলের সভাপতি আকরাম হোসেন দুলাল, বোয়ালখালী পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোঃ কফিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিজান, সিনিয়র সহ সভাপতি মোঃ লোকমান, পশ্চিম গোমদন্দী ইউনিয়ন যুবদল এর সাবেক সভাপতি মোঃ গাজী বখতিয়ার, জিসাস পৌরসভা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ ইউনুস (ইনু), পৌরসভা শ্রমিকদলের সহ সভাপতি মোঃ ইসমাইল, পৌরসভা শ্রমিকদলের সহ সাধারণ মোঃ আব্দুল মাবুদ, পৌরসভা শ্রমিকদলের প্রচার সম্পাদক মোঃ ফরিদ প্রমুখ।

প্রধান অতিথি মহসিন খান তরুণ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই জাতীয়তাবাদী শ্রমিক দল। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

কা/আ