হঠাৎ বিপিএলের সূচি পরিবর্তন বিসিবির
প্রকাশ : 2024-12-30 11:43:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসর। শুরু হতে যাওয়ার আগ মুহূর্তে বিপিএলের দুটি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিপিএলের পুরো সূচিতে হাত দেওয়া হয়নি। মূলত ৩১ ডিসেম্বরের দুটি ম্যাচ দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। বছরের শেষ দিন হওয়ায় থার্টি ফাস্টে জনসাধারণের চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানারকম বিধিনিষেধ রয়েছে। সেই নির্দেশনার আলোকেই ওইদিনের দুটি ম্যাচের সময়সূচিতে এমন পরিবর্তন আনা হয়েছে।
সূচি অনুযায়ী দিনের প্রথম ম্যাচ বেলা দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও ৩১ ডিসেম্বর খুলনা টাইগার্স বনাম চিটাগাং কিংসের মধ্যকার প্রথম ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। এ ছাড়া দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে শুরু হবে বিকাল ৫টায়। এই ম্যাচে সিলেট স্টাইকার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।
কা/আ