হংকংয়ে গণতন্ত্রকামী ও ‘বিদ্রোহী গায়ক’ অ্যান্থনি ওয়ং গ্রেফতার
প্রকাশ : 2021-08-03 10:56:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
এবার হংকংয়ে গণতন্ত্রকামী ও ‘বিদ্রোহী গায়ক’ হিসেবে পরিচিত অ্যান্থনি ওয়ংকে গ্রেফতার করল পুলিশ। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে প্রশাসন। এছাড়া তার বিরুদ্ধে হংকংয়ের আইন পরিষদের নির্বাচনে গণতন্ত্রকামী প্রার্থীর হয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনেছে চীনা প্রশাসন।
রয়টার্সের এক প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এমনটাই জানিয়েছে। সরকারের দুর্নীতি দমন কমিশন তাদের প্রকাশিত একটি রিপোর্টে জানিয়েছে, ২০১৮ সালে আইন পরিষদের নির্বাচনে গণতন্ত্রপন্থী সমাজকর্মী তথা রাজনীতিবিদ আউ নক-হিনের হয়ে ভোটারদের প্রভাবিত করেছেন গায়ক অ্যান্থনি ওয়ং।
বিশ্লেষকদের মতে, গায়ক অ্যান্থনি দোষী সাব্যস্ত হলে সাত বছরের জেল হতে পারে। কারাদণ্ডের পাশাপাশি ৬৪ হাজার মার্কিন ডলারের জরিমানাও করা হতে পারে। ওই নির্বাচনে জয়ী আউ নক-হিনের বিরুদ্ধেও নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে মামলা করেছে প্রশাসন। সূত্র : সংবাদ প্রতিদিন ও দ্য নিউ ইয়র্ক টাইমস।