সড়ক দূর্ঘটনায় বাগেরহাটের দুই সাংবাদিক আহত
প্রকাশ : 2022-08-08 19:21:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের মোংলায় সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মো. ইয়ামিন আলী ও গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি সোহেল রানা বাবু। সোমবার সকাল পোনে ৯টার দিকে মোংলা বন্দরের মধ্যে ৯ নম্বর জেটির কাছে নির্মানাধীন রেল লাইনের মটরসাইকেল দূর্ঘটনায় আহত হন বাগেরহাটের এই দুই সাংবাদিক। দুর্ঘটনার পর আহত সাংবদিকদের উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা জানান, সোমবার সকাল ভারতের কলকাতা বন্দর থেকে আসা পন্যবোঝাই জাহাজের প্রথম ট্রায়াল রানের (পরীক্ষামূলক পণ্য পরিবহন) খবর সংগ্রহ করতে বাগেরহাট থেকে মটরসাইকেল মোংলা বন্দরে যান যমুনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মো. ইয়ামিন আলী ও গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি সোহেল রানা বাবু। সকাল পোসেন ৯টার দিকে মোংলা বন্দরের ভিতরে ৯ নম্বর জেটির কাছে নির্মানাধীন রেল লাইনে মটরসাইকেল দূর্ঘটনায় আহত হন এ দুই সাংবাদিক। দুর্ঘটনার পর আহত সাংবদিকদের উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। দূর্ঘটনায় আহত মো. ইয়ামিন আলীর হাত ও আঙ্গুল কাটাসহ সাইলেন্সার পাইপে পা পুড়ে গেছে। আহত সোহেল রানা বাবু হাত-পা ও মুখ কেটে যাওয়ার পাশাপাশি মাথায়ও আঘাত পেয়েছেন। মোংলা বন্দর হাসপাতালের চিকিৎসরা বলেছেন, আহত দুই সাংবাদিক শংঙ্কামুক্ত। উন্নত চিকিৎসার জন্য মোংলা বন্দর হাসপাতাল থেকে বিকালে তাদের বাগেরহাটে নিয়ে আসা হয়েছে।