সড়ক দূর্ঘটনায় নিহত দুই, কথা ছিল জুম্মার নামাজ পড়ানোর

প্রকাশ : 2022-05-06 19:16:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সড়ক দূর্ঘটনায় নিহত দুই, কথা ছিল জুম্মার নামাজ পড়ানোর

কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মেহেরপুরের আসিফ ও টিটন নামের দু’জনের মৃত্যু হয়েছে। টিটনের শুক্রবারের জুম্মার নামাজ পড়ানোর কথা ছিল। সে মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের গো-হাট পাড়া জামে মসজিদের ইমাম ছিল। শুক্রবার ভোর ছয়টার দিকে মাদারিপুর টেকেরহাটে এ দূর্ঘটনা ঘটে। মৃত ব্যাক্তিরা হলেন, মেহেরপুর পৌরসভা ৯ নং ওয়ার্ডের গোরস্থান পাড়ার তারিকের মেজ ছেলে শাহাদত হোসেন টিটন (২৬) ও মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের বাড়িবাঁকা গ্রামের নেজামদ্দিনের ছোট ছেলে আসিফ (২০)। 

টিটনের চাচা ফরিদ জানান, গত মঙ্গলবার (৪ মে ২০২২) বিকাল তিনটার দিকে টিটন ও তার বন্ধু আসিফ সহ মোট ৮ জন বন্ধু মিলে ৪টি মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে বরিশাল কুয়াকাটার উদ্দেশ্যে বেড়াতে যায়। বেড়ানো শেষে শুক্রবার তারা কুয়াকাটা থেকে খুব ভোরে রওনা হয়। মেহেরপুরে এসে মসজিদে শুক্রবারের জুম্মার নামাজ পড়ানোর কথা ছিল। সে গো-হাট পাড়া জামে মসজিদের ইমামতি করত। আমরা জানতে পারি ভোর ছয়টার দিকে টিটন ও তার বন্ধু আসিফ টেকেরহাটের কাছে সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়। এখবর পেয়ে টিটনের পিতা ও আসিফের পরিবার লাস আনার জন্য ঘটনাস্থলে রওনা হয়। তিনি আরো বলেন, টিটনের সবে মাত্র বিয়ে হয়েছে। বিয়ের বয়স তিন মাস। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। এদিকে শুক্রবার সাড়ে তিনটার দিকে মেহেরপুরে দাফনের জন্য তাদের মরদেহ এসে পৌছায়।