সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

প্রকাশ : 2023-01-22 17:25:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারে তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে ভাঙ্গা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহতরা হলেন, জেলার নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের মাইনুদ্দিন শেখ(৩৫) ও তার মেয়ে তাবাসসুম আক্তার (১০) এবং মাইনুদ্দিনের শালা ভাঙ্গা মাঝারদিয়া গ্রামের সৌরভ মাতুব্বর।

স্থানীয়রা জানায়, দুপুরে গোপালগঞ্জ থেকে ঢাকামুখী স্টারলাইন পরিবহনের একটি বাস মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভাঙ্গা থেকে গোপালগঞ্জগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শালা-দুলাভাই নিহত হন। শিশু তাবাসসুমকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৈমুর ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।