সড়কে দুর্ঘটনা প্রতিরোধ কল্পে কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযান

প্রকাশ : 2022-03-23 19:32:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সড়কে দুর্ঘটনা প্রতিরোধ কল্পে কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযান

সড়ক ও মহাসড়কে ব্যাপক হারে দুর্ঘটনা বৃদ্ধির ফলে ডিআইডি দেব দাস ভট্রাচার্যের নির্দেশে কাউনিয়া থানা পুলিশ দুর্ঘটনা রোধ কল্পে বুধবার বিকালে বিশেষ অভিযান পরিচালনা করে। 

রংপুর-কুড়িগ্রাম মহা সড়কের কাউনিয়া বালিকা বিদ্যালয় মোড়ে বিশেষ অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সি-সার্কেল মোঃ আশরাফুল ইসলাম, কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান, ইন্সপেক্টার (তদন্ত) মোঃ সেলিমুর রহমান, এসআই মোঃ সামিউল আলম প্রমূখ। অভিযান পরিচালনা কালে প্রায় শতাধিক মটর সাইকেল আটক করা হয় এবং ২৯টি মামলা দায়ের করা হয়। অভিযান কালে মটর সাইকেল চালক ও আরোহীদের হেলমেট না থাকায় জরিমানা সহ সচেতনতা মুলক ক্যামপেইন কারা হয়।