স্বাস্থ্যবিধি মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বগুড়ায় ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রকাশ : 2021-04-06 16:43:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

স্বাস্থ্যবিধি মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বগুড়ায় ব্যবসায়ীদের বিক্ষোভ

আজ সকাল ১১টায় শহরের সাতমাথায় ব্যবসায়ীরা মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং ব্যবসাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

মানববন্ধনে ব্যবসায়ীরা দাবি করেন, করোনার কারণে গত এক বছরে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এর মধ্যে গতকাল থেকে দেশে আবার লকডাউন দেওয়া হয়েছে। ফলে দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে তাদের। এতে করে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

তারা আরও বলেন, অনেক ক্ষুদ্ৰ ব্যবসায়ীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। অনেকে ঋণ নিয়ে ব্যবসা করছেন। এখন যদি দোকান খুলতে না পারেন তবে পথে বসতে হবে অনেককে।

ব্যবসায়ীদের দাবি, সামনে ঈদকে মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।